EIIN : 117606
Daulatpur, Daulatpur , Kushtia.; 01717079016
Daulatpur College দৌলতপুর কলেজ Daulatpur, Daulatpur , Daulatpur , Kushtia.
01717079016; dpurcollegekst@gmail.com
President Message

    সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দৌলতপুর কলেজের ওয়েবসাইট চালু হলো। সবাইকে জানাচ্ছি সু-স্বাগতম। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আজ আমি আনন্দিত ও গর্বিত। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথে অত্র প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রা ও সম্পৃক্ততা নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। ওয়েবসাইটির মাধ্যেমে এ প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য জানার এক বিশাল দ্বার উন্মোচিত হলো। আর কলেজে অটোমেশন চালুর পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। শুভানুধ্যায়ীদের প্রতি প্রার্থনা রইল, নতুন নতুন ভাবনা শেয়ারের মাধ্যমে ওয়েবসাইট ও কলেজ অটোমেশন এর সার্বিক উন্নয়নে সহায়তা করার। তথ্য প্রযুক্তির নব নব জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ হোক এ প্রতিষ্ঠান।


    সভাপতি,

    দৌলতপুর কলেজ

    দৌলতপুর, কুষ্টিয়া।