শিক্ষা প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে শিক্ষাপঞ্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো ফলাফলের প্রত্যাশায় একটি সুচিন্তিত শিক্ষাপঞ্জি প্রনয়নের মহৎ চিন্তা থেকেই প্রতি বছর দৌলতপুর কলেজ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করে থাকে। এ ছাড়াও ডিগ্রী (পাস), অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাপঞ্জি যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে।
দরিদ্র মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে। কলেজটিকে সিসি টিভি এর আওতায় আনা হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্ত, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, রেজাল্ট তথা যাবতীয় বিষয়কে অনলাইন ভিত্তিক করা হয়েছে। পড়ালেখার মান যাচাইয়ের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দৌলতপুর কলেজ পুরস্কৃত হয়েছে।
এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২৩ কর্তৃক দৌলতপুর উপজেলার মধ্যে দৌলতপুর কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে দ্বিতীয় বারের মতো কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ জনাব মোঃ ছাদিকুজ্জামান স্যার নির্বাচিত হয়েছে। এ ছাড়াও অত্র কলেজ থেকে বেশ কয়েকটি ইভেন্টে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক এবং হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এ কলেজের শিক্ষার্থীরা সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে প্রায়ই দেশ সেরা কৃতিত্ব লাভ করে। বহু কৃতি শিক্ষার্থী এ কলেজ থেকে কৃতিত্বের সহিত শিক্ষা জীবন শেষ করে দেশ-বিদেশে অবদান রাখছেন এবং দেশের মুখ উজ্জ্বল করছেন। কলেজে রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, শহীদ মিনার, খেলার মাঠ।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা বহুদুর এগিয়ে যাবে এবং জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। কলেজের সার্বিক মান উন্নয়ন ও কর্মস্পৃহা অব্যাহত থাকুক- এ প্রত্যাশা করছি। এ কালেজের সাথে জড়িত সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকে জানাচ্ছি আমার আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন।